জাজিরায় আশ্রয়ণের ঘর পেল ১৩০ পরিবার

শরীয়তপুর (জাজিরা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৪, ১২:৫৮| আপডেট : ১১ জুন ২০২৪, ১৩:০২
অ- অ+

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত হয়ে শরীয়তপুরের জাজিরায় ১৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ১৩০টি ঘর দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সুবিধাভোগীদের হাতে আশ্রয়ণের ঘরের চাবি ও কবুলিয়ত দলিল হস্তান্তর করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আরিফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, জাজিরা থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, পৌরসভার মেয়র মো. ইদ্রিস মাদবর ও বিভিন্ন দপ্তরের প্রধানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা।

প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের পর এবার পঞ্চম তথা শেষ ধাপে জাজিরা উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের কুন্ডেরচরের চিটারচরে ১১০টি ও বিলাসপুরের কাজীয়ারচরের ২০টিসহ মোট ১৩০টি স্থানান্তরযোগ্য চরাঞ্চলের বিশেষ শ্রেণির ঘর প্রদানের মাধ্যমে জাজিরা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হচ্ছে।

পাঁচটি ধাপে এ নিয়ে চরাঞ্চলের বিশেষ শ্রেণির ৪১৮টি ও সাধারণ শ্রেণির ৪১৯টিসহ সর্বমোট ৮৩৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়নের ঘর দেওয়া হলো। এরপরও অসহায় কাউকে পাওয়া গেলে তাদের জন্যও সরকারের বিকল্প প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জাজিরা উপজেলা প্রশাসন।

(ঢাকাটাইমস/১১জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা