৯ বার ওমরাহ করার পর এবার হজে গেলেন অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৪, ১৬:২২
অ- অ+

এ পর্যন্ত ৯ বার ওমরাহ পালন করেছেন ঢাকাই সিনেমার নায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। এবার প্রথমবার গেলেন হজে।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, ‘এর আগে সপরিবারে ৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের কাছে দোয়া চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ’

এদিকে, ব্যবসা পরিচালনার বাইরে সিনে পর্দায়ও ব্যস্ত সময় পার করছেন অনন্ত জলিল। বর্তমানে চলছে তার বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের কাজ।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন অনন্ত জলিল। ঈদের পর ইউরোপে সিনেমার শুটিং হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকায়ও দেখা যাবে অনন্ত জলিলকে।

(ঢাকাটাইমস/১১জুন/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা