মৌলভীবাজারের বন্যাকবলিত এলাকায় জেলা প্রশাসকের ত্রাণ সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের বন্যাকবলিত এলাকার পরিদর্শন শেষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বৃহস্পতিবার তিনি বড়লেখায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। দুপুরে প্রথমে তিনি বন্যা দুর্গত সুজানগর ইউনিয়নের কয়েকটি এলাকা পরিদর্শন করেন। একই সঙ্গে কয়েকটি আশ্রয়কেন্দ্রও ঘুরে দেখেন। এসময় আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ১০৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
প্রত্যেক পরিবারকে চাল, চিড়া, চিনি, মুড়ি, বিস্কিট, মোমবাতি, দিয়াশলাই ও খাবার স্যালাইন দেওয়া হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ও সুজানরগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২০জুন/পিএস)

মন্তব্য করুন