আফগানিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো ভারত

চলতি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের ব্যাটিংয়ে নেমে শুরুতে দ্রুত উইকেট হারালেও সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার জুটিতে ভর করে আফগানিস্তানকে ১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ভারত।
আজ বৃহস্পতিবার (২০ জুন) ব্রিস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৫৩ রান করেছেন সূর্যকুমার যাদব। তাছাড়া ৩২ রান করেছেন হার্দিক পান্ডিয়া।
ভারতের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তারা। দলীয় ১১ রানেই রোহিত শর্মার বিদায়ে ভেঙে যায় এই জুটি। ১৩ বলে ৮ রান করা রোহিত ফজলহক ফারুকীর বলে মিড অনে রশিদ খানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান।
১১ রানেই প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন বিরাট কোহলি ও রিশভ পান্ত । এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে ভারত। এই জুটির কল্যাণে পাওয়ার প্লেতে ৪৭ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। তবে পাওয়ার প্লের পরের ওভারেই ঘটে ছন্দপতন। কেননা ওই ওভারেই রশিদ খানের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রিশভ পান্ত। আউট হওয়ার আগে করেন ১১ বলে ২০ রান। তার বিদায়ে ভাঙে ৪৩ রানের জুটি।
রিশভ পান্তের বিদায়ের পর সাজঘরে ফিরে যান বিরাট কোহলিও। তাকেও ফেরান রশিদ খান। রশিদ খানের বলে লং অফে মোহাম্মদ নবির হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ২৪ বলে ২৪ রান করা বিরাট কোহলি। তার বিদাযে ৬২ রানেই ৩ উইকেট হারায় রোহিত শর্মার দল।
৬২ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ক্রিজে আসা দুই নতুন ব্যাটার সূর্যকুমার যাদব ও শিভম দুবে। এই দুই নতুন ব্যাটার জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে ভয়ঙ্কর হযে ওঠার আগেই এই জুটিকে থামান রশিদ খান। রশিদের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান শিভম দুবে। যদিও ফিল্ড আম্পায়ার রশিদ খানের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি, তবে রশিদ খান রিভিউ নিলে সফল হন। যার ফলে ৭ বলে ১০ রান করে ফিরে যেতে হয় শিভম দুবেকে। তার বিদায়ে ৯০ রানে ৪ উইকেট হারিয়ে বসে ভারত।
শিভম দুবের বিদায়ের পর হার্দিক পান্ডিয়াকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন সূর্যকুমার যাদব। আফগানদের বিপক্ষে আজ তিনি ২৭ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে অর্ধশতক তুলে নেওয়ার পর নিজের ইনিংসকে আর বেশিদূর নিযে যেতে পারেননি। ২৮ বলে ৫৩ রান করে ফজলহক ফারুকীর বলে লং অফে মোহাম্মদ নবির হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ভাঙে ৬০ রানের জুটি।
এই জুটি ভাঙার পর দ্রত সাজঘরে ফিরে যান হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। হার্দিক পান্ডিয়া ২৪ বলে ৩২ ও রবীন্দ্র জাদেজা ৫ বলে ৭ রান করে ফিরে যান সাজঘরে। এই দুই ব্যাটারের বিদায়ে ১৬৫ রানেই ৭ উইকেট হারায় টিম ইন্ডিয়া।
১৬৫ রানে ৭ উইকেট হারানোর জুটি গড়েন ক্ষর প্যাটেল ও আর্শদীপ সিং। অষ্টম উইকেটে এই জুটির ৮ বলে ১৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত।
(ঢাকাটাইমস/২০ জুন/এনবিডব্লিউ)

মন্তব্য করুন