চলেন গেলেন পেলের মা, জানতেন না ছেলের মৃত্যুর খবর!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৪, ১৮:৩৯| আপডেট : ২২ জুন ২০২৪, ১৮:৪৯
অ- অ+

বছর দেড়েক আগে না ফেরার দেশে পাড়ি জমান ফুটবলের কিংবদন্তি হিসেবে পরিচিত এডিসন অ্যারান্তিস দ্য নাসিমেন্তো। তবে গোটা বিশ্ব যাকে ফুটবলের পেলে নামেই চেনে, ভক্তরা যাকে ভালোবেসে ফুটবল সম্রাট বলে ডাকে। এবার ছেলের পথে পাড়ি জমালেন তার শতবর্ষী মা সেলেস্তে আরন্তেস।

জানা গেছে, পেলের মা সেলেস্তে শেষ ৫ বছর ধরে শয্যাশায়ী ছিলেন, হাঁটাচলা করতে পারতেন না। গত ৮ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পর শুক্রবার মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০১ বছর।

বিষয়টি নিশ্চিত করেছে পেলে ফাউন্ডেশন। ট্রেলিগ্রাম চ্যানেলে বলেছে, ‘একমাত্র তিনবারের বিশ্বকাপ জয়ী খেলোয়াড়ের মা একজন রোল মডেল, সেলেস্তের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। একই সময়ে, আমরা তার অস্তিত্বের জন্য চির কৃতজ্ঞ। তবে তিনি কীভাবে মারা গেলেন এ বিষয়ে কোনা তথ্য দেয়নি পেলে ফাউন্ডেশন।

এছাড়া পেলের মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ছেলে বার্তায় এদিনহো। ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি লেখেন, ‘শান্তিতে ঘুমাও দাদি মা।’

এদিকে পেলের মৃত্যুর সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পেলের মৃত্যুর খবরে সারা বিশ্ব যখন শোকস্তব্ধ, সে সময়ও তার মাকে কিছুই জানানো হয়নি।

পেলের ৭৮ বছর বয়সী বোন মারিয়া লুসিয়া দো নাসিমেন্তো জানিয়েছিলেন, তার মায়ের কগনিটিভ জটিলতা আছে, তাই তাকে পেলের মৃত্যুর খবর জানাই নি আমরা।

১৯২৩ সালে ব্রাজিলের টেস কোরাকো শহরে জন্মগ্রহণ করেন পেলের মা সেলেস্তে। পেলের জন্মের পর পরিবার নিয়ে তারা চলে আসেন বুরাউতে। কিশোর পেলের ফুটবল যাত্রার শুরু সেখান থেকেই। ফুটবল ক্যারিয়ারে পেলেকে সব ধরনের উৎসাহ জুগিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২২ সারের ২৯ ডিসেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে পৃথিবী ছেড়ে যান কিংবদন্তি পেলে। তার শেষ ঠিকানা হয় বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিক্ষেত্র সাও পাওলোর মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়। ১৪ তলার আকাশচুম্বী অট্টালিকার এই কবরস্থানকে দেখে মনে হবে একটুকরো ঘন সবুজ বন। তার বিদায়ে শোকের ছায়া নেমে আসে বিশ্বে। সেই শোকের ধাক্কা যেন এখনো রয়ে গেছে গ্রহের ফুটবলে।

(ঢাকাটাইমস/২২জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা