সুনামগঞ্জে রাসেলস ভাইপার ভেবে দুটি অজগরের বাচ্চাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৪ জুন ২০২৪, ০৯:২১
অ- অ+

দেশজুড়ে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের জেরে এই প্রজাতির সাপ ভেবে সুনামগঞ্জের দুই উপজেলায় অজগরের দুটি বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। রবিবার তাহিরপুর এবং বিশ্বম্ভরপুর উপজেলা দুটিতে এ ঘটনা ঘটে।

খোঁজ জানা গেছে, জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি গ্রামে একটি অজগর সাপ ধরে স্থানীয়রা। কিন্তু না চেনায় চীনা প্রজাতির পাইথন অজগর সাপের বাচ্চাকে রাসেল ভাইপার ভেবে পিটিয়ে মেরে ফেলা হয়।

একইদিন একই ঘটনা ঘটে বিশম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের আলীপুর গ্রামে। ওই গ্রামের জেলে মো. হুসাইন আহমেদ বাড়ির পাশে মাছ ধরার জন্য অবৈধ কারেন্ট জাল পেতে রাখে। সেই জালে সকালে একটি অজগরের বাচ্চা ধরা পড়ে। কিন্তু না চিনে রাসেল ভাইপার ভেবে সেটিকে পিটিয়ে মারা হয়।

পরে মেরে ফেলা সাপটি রাসেলস ভাইপার নয় বলে নিশ্চিত করেন বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা বিট অফিসার রতিন্দ্র কুমার। তিনি জানান, এটি মূলত মেঘালয় পাহাড় থেকে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা চীনা প্রজাতির একটি পাইথন অজগরের বাচ্চা।

রতিন্দ্র কুমার বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই নির্ভয়ে থাকুন, সর্তক থাকুন। কোনো অপরিচিত সাপ দেখলে বা ধরলে আমাদেরকে জানান।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন জানান, ‘কেউ কোনো সাপ ধরলে জাত নিশ্চিত না হয়ে রাসেলস ভাইপার বলে প্রচার থেকে বিরত থাকুন।’

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান জানান, অজগর সাপকে রাসেলস ভাইপার মনে করে মেরে ফেলেছে এলাকাবাসী। রাসেলস ভাইপার আতঙ্কে এমনটা হয়েছে।’ তিনি বলেন, ‘গুজবে কান দেওয়া যাবে না। তবে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে।’

(ঢাকাটাইমস/২৪জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা