মৌলভীবাজারের বরাক নদীতে পড়ে শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ২৪ জুন ২০২৪, ১৭:১১

মৌলভীবাজার সদর উপজেলার বরাক নদী থেকে আজিজুল (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আজিজুল সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে আজিজুল সাকু পার হতে গিয়ে বরাক নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিয়া দল এসে উদ্ধার কাজ শুরু করে। দুপুরের পর তার মরদেহ উদ্ধার করে।

আজিজুলের ফুফাত ভাই জাবেদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/২৪জুন/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :