কেন্দুয়ায় নিজ গাড়ির নিচে পড়ে প্রাণ গেল চালকের

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৪, ১৯:৩৯
অ- অ+

নেত্রকোণার কেন্দুয়ায় লরিকে সাইড দিতে গিয়ে নিজের টমটমের নিচে পড়ে প্রাণ গেল চালক ইসরাফিলের (৫৫)।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা বাজার সংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ইসরাফিলের টমটম গাড়িটি বিপরীত দিক থেকে আসা লরিকে সাইড দিতে গিয়ে উলটে রাস্তার পাশে জমিতে পড়ে যায়। এ সময় ইসরাফিল টমটমের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান্দিকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দুয়া থানার উপপরিদর্শক রোকনোজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা বাজার এলাকায় লরিকে সাইড দিতে গিয়ে নিজ টমটমের নিচে পড়ে ড্রাইভার ইসরাফিল নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা