মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রুনা লায়লা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ০৮:২৭
অ- অ+

বাংলাদেশে জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা রুনাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করা হয়।

রুনা লায়লাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার পরিবার বলেছে, কাফরুল থানার দায়েরকৃত জি.আর মামলায় মোহাম্মদপুর থানার পুলিশ তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

রুনা লায়লার স্বামী সাংবাদিকদের বলেন, “পুলিশ এসে ভবনের সব সিসি ক্যামেরা ডিভাইস নিয়ে গেছে। পুলিশ বলেছে, ‘উপরের অর্ডার এসেছে, তাকে নিয়ে যেতে হবে’।”

“বাসায় সাদা পোশাকের পুলিশসহ ইউনিফর্ম পরা অবস্থায় প্রথমে বাসার ভেতর এসে কথা বলে, পুলিশ। কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে ১০ মিনিট পর আবারও বাসার ভেতর এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়”, যোগ করেন তিনি।

তিনি বলেন, “সুপ্রিম কোর্টের একজন নারী আইনজীবীকে যেভাবে টেনেহিঁচড়ে গভীর রাতে গ্রেপ্তার করে নিয়ে যায় তাতে আমি শংকিত যে তার ওপর নির্যাতন করা হতে পারে।”

অ্যাডভোকেট. রুনা লায়লা বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ বলেও জানান তার স্বামী মোহাম্মদ ওমর ফারুক পিন্টু।

(ঢাকাটাইমস/১৬জুলাই/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোগ নিরাময়ের দাওয়াই রসালো ফল লিচু, লিভার-কিডনি সুস্থ রাখে
বাকৃবিতে আবার গেস্টরুম সংস্কৃতি!
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা