ট্রাম্পকে হিটলার মনে করা সেই ভ্যান্সই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ০৯:৪৪| আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯:৫৯
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি ছিলেন সাবেক এ প্রেসিডেন্টের সমালোচক। ট্রাম্প এ দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। খবর আল জাজিরা, বিবিসি।

“আমি কখনো ট্রাম্পের লোক নই। আমি তাকে কখনই পছন্দ করিনি। ঈশ্বর! কি বোকা। আমি তাকে নিন্দনীয় মনে করি।” ২০১৬ সালে এক সাক্ষাৎকারে এবং টুইটারে এসব কথা এসেছিল জেডি ভ্যান্সের কাছ থেকে। যখন তার স্মৃতিকথা হিলবিলি এলিজির প্রকাশনা তাকে খ্যাতি এনে দেয়।

একই বছরে তিনি ফেসবুকে এক সহযোগীকে ব্যক্তিগতভাবে “ট্রাম্পকে একজন নিষ্ঠুর গাধা... বা আমেরিকার হিটলার’ বলেন।

কয়েক বছর পর ভ্যান্স নিজেকে ট্রাম্পের অবিচল মিত্রে পরিণত করেন। ওহাইও থেকে প্রথম মেয়াদের সিনেটর এখন ভাইস-প্রেসিডেন্সিয়াল রানিং মেট হিসেবে ট্রাম্পের পাশে রয়েছেন।

টেডি ভ্যান্স ওহাইওর মিডলটাউনে জেমস ডেভিড বোম্যানে জন্ম গ্রহণ করেন। ভ্যান্স যখন ছোট ছিলেন তখন বাবা পরিবার ছেড়েছিলেন আর মা আসক্তির সঙ্গে লড়াই করেছিলেন।

তিনি তার দাদা-দাদি দ্বারা বড় হয়েছেন, যাদের তিনি তার ২০১৬ সালের স্মৃতিকথা হিলবিলি এলিজিতে সহানুভূতির সঙ্গে চিত্রিত করেছেন।

হিলবিলি এলিজি তাকে শুধুমাত্র একজন বেস্টসেলিং লেখক হিসেবেই নয়, একজন অন্বেষিত ভাষ্যকারে পরিণত করেছে, যাকে শ্বেতাঙ্গ, শ্রমজীবী​​ভোটারদের কাছে ডোনাল্ড ট্রাম্পের আবেদন ব্যাখ্যা করার জন্য প্রায়ই আহ্বান জানানো হয়েছিল।

তিনি খুব কমই তৎকালীন রিপাবলিকান মনোনীত প্রার্থীর সমালোচনা করার সুযোগ হাতছাড়া করেছিলেন।

স্থানীয় সময় সোমবার উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির চারদিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম দিনই নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জেডি ভ্যান্সকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ট্রাম্প।

সম্মেলন থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। তবে তিনি দলের দুই হাজারেরও বেশি প্রতিনিধির সমর্থন নিয়ে এ পদে আগে থেকেই নিরঙ্কুশভাবে এগিয়ে ছিলেন। যে কারণে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার মনোনয়ন পাওয়া ছিল শুধুই আনুষ্ঠানিকতা ও সময়ের ব্যাপার।

গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনি সমাবেশে বক্তৃতা দেওয়ার একপর্যায়ে হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রবিবার মিলাওয়াকিতে পৌঁছান তিনি।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামীকাল ​​​​​​​জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয় শোক
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস: প্রেস উইং
এসএসসিতে আফরিন কবির জিদনীর কৃতিত্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা