বগুড়ার সাতমাথা রণক্ষেত্র

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় সাতমাথা এলাকা।
বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথায় সমবেত হলে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে দুই পক্ষে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রলীগ পিছু হটে। এ সময় অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। ইটপাটকেলের আঘাতে এক সাংবাদিক এবং একজন শিক্ষার্থী আহত হন। বর্তমানে পুরো সাতমাথা এলাকা শিক্ষার্থীদের দখলে রয়েছে। ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের থেমে থেমে ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের হচ্ছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও তাদের নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে।
সদর ধানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ছাত্রদের আন্দোলনে প্রাথমিক অবস্থায় পুলিশ কোনো ভূমিকা রাখছে না। সাতমাথার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/১৬জুলাই/মোআ)

মন্তব্য করুন