পবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ, দাবি আদায় পর্যন্ত আন্দোলন চলবে

​​​​​​​পবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ২০:০৬
অ- অ+

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা । তারা বলেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা বিক্ষোভকারীরা ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়েজয় বাংলাচত্বরে গিয়ে সমবেত হন।

এ সময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতেকোটা না মেধা- মেধা মেধা’ , ‘ছাত্রদের আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘ছাত্র সমাজ জেগেছে রে জেগেছে’- এ রকম নানা স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থী হাসিবুল এলাহী বলেন , ‘আমাদের আজকের আন্দোলন আমার বোন আমার ভাইয়ের রক্তের ঋণ আদায়ের জন্য। বৈষম্যের বিরুদ্ধে ছাত্রসমাজ সব সময় প্রস্তুত। আমরা আমাদের অধিকার আদায়ে রাজপথে রক্ত দিয়েছি, অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে।‘

অন্য এক শিক্ষার্থী খালিদ হাসান মিলু বলেন, ‘কোনো ছাত্র তার বোনের গায়ে হাত তুলতে পারে না, তারা আমাদের বোনের গায়ে হাত তুলেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

(ঢাকাটাইমস/১৬জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা