সিরাজগঞ্জে হত্যা চেষ্টা মামলার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ২০:২৫
অ- অ+

সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নম্বর ছোনগাছা ইউনিয়নের ডিগ্রীপাড়া গ্রামের বাচ্চু, মুকুল এবং কালামকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, জুয়াড়ি, চাঁদাবাজী, নারী কেলেংকারী কুখ্যাত সন্ত্রাসী জহুরুল মেম্বর ইলিয়াস ও সুমনের দৃষ্টান্তমুলক শাস্তি এবং জহুরুলকে ইউপি সদস্য ও দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি ও জহুরুলের ফাসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোব করেন এলাকাবাসী।

মঙ্গলবার বিকাল ৫টায় সদর উপজেলার ৬ নম্বর ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী যমুনা বাজারে প্রায় কয়েক শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে পাঁচঠাকুরী যমুনা বাজার থেকে ডিগ্রিচর গ্রাম পর্যন্ত গিয়ে এই পর্যন্ত গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।

এ সময় হত্যা চেষ্টা মামলার বাদী আব্দুল বাছেদ মানববন্ধনে বলেন, প্রকাশ্য মাদক ব্যবসায়ী দুর্নীতি জুয়াড়ি, চাঁদাবাজী, লম্পট নারী কেলেংকারী খ্যাত কুখ্যাত সন্ত্রাসী জহুরুল মেম্বর ও তার সহযোগী ইলিয়াস-সুমন বাহিনীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন ও তাদের ফাঁসি চান। মামলার বাদী আব্দুল বাছেদ আর ও বলেন, আইনের মাধ্যমে এদের কঠিন শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের কাজ আর কেউ করবে না।

এ সময় আরও বক্তব্য দেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান মাস্টার ও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই কুখ্যাত সন্ত্রাসী পুরো গ্রামটাকে নষ্ট করে ফেলেছে। মাদক থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ নেই যে কাজ এই জহুরুল করে না। আমরা পুরো গ্রামবাসী আইনের কাছে সহায়তা চাই এবং পুরো গ্রামের যুব সমাজকে রক্ষা করতে চাই।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ মে বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়নের মটিয়ারপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী পদকে কেন্দ্র করে পাঁচঠাকুরি যমুনা বাজার হাটখোলা মাহবুবের সারের দোকানের সামনে কথা কাটাকাটিকে কেন্দ্র করে আকরাম হোসেনের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে বাচ্চু, মুকুল ও কালাম কে হত্যার চেষ্টা করে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/১৬জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা