ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা বুধবার, জানা যাবে বন্ধের বিষয়ে সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি অধিবেশন ডাকা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলমান উত্তেজনার জেরে অনির্দিষ্টকালের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
তবে, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় বন্ধের বিষয়ে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনই নেয়।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এসকে/এসআইএস)

মন্তব্য করুন