কমপ্লিট শাটডাউনে বিএনপির সমর্থন, শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দেশবাসীকে আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ২২:২১| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ২২:৩৯
অ- অ+
বুধবার রাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন রুহুল কবির রিজভী

টানা দুদিন ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রশাসন ও ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঘোষিত কমপ্লিট শাটডাউনে সমর্থন ঘোষণা করেছে বিএনপি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

বুধবার রাত পৌনে ১০টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ভার্চুয়াল বক্তব্যে রিজভী বলেন, ‘সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল ১৮ জুলাই যে— কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচিতে সর্বাত্বক সমর্থন জানানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।’

রিজভী আরও বলেন, ‘দেশের আপামর জনসাধারণকে জোরালো আহ্বান জানাচ্ছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে বিএনপির পক্ষ থেকে জোরালো আহ্বান জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত ও উপসচিব দিদারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জামালপুরে ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার
দুই আন্দোলনের মধ্যে সরকারের উপদেষ্টারা বিভাজনরেখা তৈরি করছে: রিজভী 
পর্তুগালে মোরারিয়া বিজনেস ফোরামের ইফতার মাহফিল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা