ধানমন্ডিতে দফায় দফায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

রাজধানীর ধানমন্ডিতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে শিক্ষার্থীদের। বৃহস্পতিবার বেলা বারোটা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ এখনো চলছে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।
এর আগে ধানমন্ডি আইডিয়াল, সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিআরবি মোড়ে জড়ো হয়। পুলিশ সেখানে থেকে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এসময় শিক্ষার্থীরা তিনভাগে বিভক্ত হয়ে বিভিন্ন অলি-গলিতে ছড়িয়ে যায়। প্রথমে সিটি কলেজ থেকে জিগাতলার দিকে একটি গ্রুপকে লক্ষ করে টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ।
পরে সরকার দলীয় নেতাকর্মীরা তাদের লাঠি দিয়ে মারপিট করে। এরপরই শিক্ষার্থীরা ল্যাবএইড মোড়ে জড়ো হয়। পুলিশ সেখানেও শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। পরে তারা গ্রিনরোডে সরে যায়। পরবর্তীতে গণস্বাস্থ্য হাসপাতাল ও আইডিয়াল মোড়ে পুনরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিলো।
এদিকে বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর এসেছে। কোথাও কোথাও সড়ক-মহাসড়ক অবরোধ করায় যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।
(ঢাকাটাইমস/১৮জুলাই/এসএস/এমআই/এমআর)

মন্তব্য করুন