রাজধানীতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন দুলাল, সংঘর্ষে পড়ে নিহত

রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে সংঘাত চলাকালে গুলিবিদ্ধ হয়ে একজন গাড়ি চালক নিহত হয়েছেন। তার নাম দুলাল মাতবর। তিনি পেশায় হাইস গাড়িচালক। সংঘর্ষ চলাকালে তিনি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় দুলালকে ফরাজি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরাজি হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের বুকের কাছে একটি গোল ক্ষত চিহ্নিত দেখা গেছে। তবে এটি বুলেটের ক্ষত কি না, তা এখনও নিশ্চিত নয়।
এদিকে রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কুয়েত মৈত্রী হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান বলেন, ‘আহত হয়ে পুলিশ সদস্যসহ ৫০ জনের বেশি হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।’
অন্যদিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্রিসেন্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরায় সংঘর্ষের পর প্রায় ৮০০ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। এ সময় উত্তরা আধুনিক মেডিকেল কলেজে একজন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষার্থী বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/১৮জুলাই/এসএস/কেএম)

মন্তব্য করুন