গজারিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙন আতঙ্কে এলাকাবাসী 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৪, ১৮:০৫| আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৮:১৬
অ- অ+

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকা এবং পার্শ্ববর্তী মতলব উত্তর থানা সীমানা ঘেঁষে মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলার অভিযোগ পাওয়া গেছে। দুই মাস ধরে রাতের আঁধারে চলছে বালু উত্তোলন। এতে একাধিক গ্রামের ফসলি জমি নদীসংলগ্ন গ্রামের বসতবাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কায় রয়েছে স্থানীয় মানুষ।

জানা গেছে, গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর, শিমুলিয়া, দতেরচর এলাকায় এবং মতলব উত্তর থানার বেলতলী, কালিবাজার এলাকায় অবৈধভাবে বালু তুলছে একাধিক চক্র। এতে নেতৃত্ব দিচ্ছে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর, বালুয়াকান্দি ও শিমুলিয়া এলাকার সংঘবদ্ধ ডাকাত দল।

সরেজমিনে দেখা যায়, বালু উত্তোলনকারী ড্রেজারগুলো দিনের বেলা মতলব উত্তর থানার ছোট কালিবাজার এলাকায় অবস্থান করে। অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেট নৌ ডাকাত চক্রের হামলার ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক লোক জানান, সন্ধ্যার পর রাতব্যাপী চলে জামালপুর, দতেরচর, বেলতলী কালিবাজার সীমানায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন। দুই থানার নদীর তীর ঘেঁষে বালু তুলে ডাকাত চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের একাধিক গ্রামের ফসলি জমি মতলব উত্তর থানার নদীসংলগ্ন গ্রামসহ জমি ভেঙে যাওয়ার আশঙ্কায় রয়েছে দুই থানার বহু মানুষ। বর্ষার পানি কমে গেলে ভয়াবহ জমি ভাঙন দেখা দেবে বলে আশঙ্কা তাদের।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বেলতলি, কালিবাজার এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করার লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার, ভূমি কর্মকর্তা এবং নৌ পুলিশ কোস্টগার্ড ছিল। একাধিক অভিযানে বেশ কয়েকজন ব্যক্তিকে আটকসহ একাধিক ড্রেজার জব্দ করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজিব খান জানান, অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটে জড়িত নয়ন, পিয়াস প্রমুখ। এদের একেকজনের নামে ১২-১৩টি করে বিভিন্ন অপরাধের মামলা আছে।

গজারিয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহ জানান, গুয়াগাছিয়া ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের কারণে কালিপুরা বৈধ বালু উত্তোলন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গুয়াগাছিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।

তিনি জানান, গত থেকে ১৮ জুলাই পর্যন্ত তিনবার অভিযান চালানো হয়। মামলা হয়েছে তিনটি। কালিপুরা গ্রাম এলাকা থেকে অভিযানে একটি বাল্কহেট জব্দসহ চারজনকে আটক করে মামলা দেয়া হয়েছে। ১৪ জুলাই অভিযান চালিয়ে একই এলাকা থেকে ছয়জনকে আটক করে মামলা দেয়া হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে পাশের মতলব উত্তর দাউদকান্দি উপজেলা নিবার্হী কর্মকর্তার সঙ্গে কথা বলে যৌথ উদ্যোগ নেয়া হবে বলে জানান কোহিনুর আক্তার।

(ঢাকাটাইমস/২৮জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রেনে কাটা পড়ে দক্ষিণখান থানার এসআইয়ের মৃত্যু
গরমে আমের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারে বিষক্রিয়া
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভারতের নতুন মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা