রাজবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৪, ১২:৪১| আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৩:২৮
অ- অ+

রাজবাড়ীতে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন– খোকন শেখ (৪০) ও মো. রাজু আহম্মেদ শিকদার (২৮)।

রবিবার রাতে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড় এলাকায় কুষ্টিয়া জেলা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে কারবারিসহ মাদক জব্দ করে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল। এসময় তাদের নিকট থেকে দুটি মোবাইল ফোন ও নগদ সাত হাজার আটশ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, রবিবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় কুষ্টিয়া জেলা হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ছয় লাখ টাকা মূল্যমানের ২০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, তারা দুজন পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেপ্তারকৃত খোকন শেখের বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ ও কুষ্টিয়া জেলার সদর থানায় দুটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৯জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানাল ভারত ও পাকিস্তান
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা