ওপারের নায়িকা মিমি চক্রবর্তীর উজ্জ্বল ত্বকের রহস্য কী জানুন

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৪, ০৮:৩১
অ- অ+

তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। কিছুদিন আগেই কলকাতার অভিনেত্রী এবং যাদবপুরের প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী কথা দিয়েছিলেন, তিনি তার ‘সিক্রেট’ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সামনে আনবেন।

যেমন বলা তেমনি কাজ। ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে এক এক করে নিজের গোপন কথা সবার সামনে তুলে ধরছেন ওপার বাংলার দুষ্টু মিষ্টি নায়িকা মিমি। সেই ধারাবাহিকতায় এবার তিনি জানালেন তার উজ্জ্বল ত্বকের রহস্য। এটা মিমির তিন নম্বর সিক্রেট।

ত্বক উজ্জ্বল রাখতে অভিনেত্রীর একটাই পরামর্শ, ‘পানি খান, হাইড্রেটেড থাকুন’। মিমি ইনস্টাগ্রামে একটি ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে শুটিংয়ের ফাঁকে বিভিন্ন সময় বারবার তাকে পানি এবং জুস খেতে দেখা গেছে। তার উজ্জ্বল, প্রাণবন্ত ত্বকের রহস্য পর্যাপ্ত পানি পান।

অর্থাৎ, ত্বক উজ্জ্বল আর প্রাণবন্ত রাখতে মানুষ যেখানে হাজার হাজার টাকা খরচা করেন, নিয়মিত পার্লারে যান ত্বকের যত্ন নিতে, এ ক্রিম সে ক্রিম মাখেন- সেখানে বিনামূল্যের পানিই ত্বক উজ্জ্বল রাখতে সিদ্ধহস্ত। এটা অবাক হওয়ারই বিষয়।

এর আগে প্রথমে নিজের পিৎজা সিক্রেট সামনে এনেছিলেন মিমি চক্রবর্তী। তারপর সিক্রেট-টু’তে তিনি জানিয়েছেন তার ‘আম জিন্দেগি’র কথা। সিক্রেট-থ্রি’তে দিলেন সুন্দর ত্বক ধরে রাখার পরামর্শ।

এদিকে, বর্তমানে খুব কমই মিমিকে রুপালি পর্দায় দেখা যাচ্ছে। শেষবার তাকে দেখা গেছে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায়। যেটি কোরবানির ঈদে মুক্তি পায়। নিজের ইন্ডাস্ট্রিতে হাতে তেমন কাজ নেই মিমির। নেই রাজনৈতিক ব্যস্ততাও।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদুল ফিতরে ৯ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর
জ্বর হলে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন
এশিয়ার দেশগুলোকে সমৃদ্ধির জন্য স্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান ড. ইউনূসের
স্বাধীনতা দিবসে ড. ইউনূসকে মোদির বার্তা, যা বললেন ভারতীয় প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা