হবিগঞ্জে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস

হবিগঞ্জ শহরে সড়ক অবরোধ করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় আইনজীবীরাও এসে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় ৯ দফা বাস্তবায়নের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্ব ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল। কর্মসূচি সফল করার লক্ষ্যে সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা বৃন্দাবন সরকারি কলেজ ও একাডেমিক ভবনের সামনে অবস্থান নেয়। সকাল ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে এসে অবস্থান নেয়। ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় পুলিশ ও বিজিবি পাশেই সতর্ক অবস্থায় দাঁড়িয়ে ছিল। পরে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ শুরু করে।
এতে বক্তব্য রাখেন-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশরাফুল ইসলাম সুজন, রাশেদা ইসলাম, জামিন হোসেন রাজু, মাহাদি আহসান, রাসেল আহমেদ. শফিকুল ইসলাম মামুন, সূচি আক্তার, সৈয়দ আবির, শাহিদ ও প্রিয়াস প্রমুখ।
একপর্যায়ে বেশ কয়েকজন আইনজীবী এসে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। তারা হলেন- অ্যাডভোকেট আব্দুস শহীদ, অ্যাডভোকেট আফজাল আহমেদ, অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট গুলজার আহমেদ প্রমুখ।
ঢাকাটাইমস/৩১জুলাই/পিএস

মন্তব্য করুন