হবিগঞ্জে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৪, ২২:১৫
অ- অ+

হবিগঞ্জ শহরে সড়ক অবরোধ করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় আইনজীবীরাও এসে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় ৯ দফা বাস্তবায়নের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্ব ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল। কর্মসূচি সফল করার লক্ষ্যে সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা বৃন্দাবন সরকারি কলেজ ও একাডেমিক ভবনের সামনে অবস্থান নেয়। সকাল ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে এসে অবস্থান নেয়। ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় পুলিশ ও বিজিবি পাশেই সতর্ক অবস্থায় দাঁড়িয়ে ছিল। পরে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ শুরু করে।

এতে বক্তব্য রাখেন-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশরাফুল ইসলাম সুজন, রাশেদা ইসলাম, জামিন হোসেন রাজু, মাহাদি আহসান, রাসেল আহমেদ. শফিকুল ইসলাম মামুন, সূচি আক্তার, সৈয়দ আবির, শাহিদ ও প্রিয়াস প্রমুখ।

একপর্যায়ে বেশ কয়েকজন আইনজীবী এসে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। তারা হলেন- অ্যাডভোকেট আব্দুস শহীদ, অ্যাডভোকেট আফজাল আহমেদ, অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট গুলজার আহমেদ প্রমুখ।

ঢাকাটাইমস/৩১জুলাই/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদ টার্গেট করে বিপুল জাল নোট তৈরি, ৪০ লাখ ছাড়ার পর পুলিশের হাতে ধরা
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বাউফলে উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর চিরকুট লিখে আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা