শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন কম

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৪:২৪ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৩:৫১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে যানচলাচল ও যাত্রী সংখ্যা কম রয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ অংশে কোনো শিক্ষার্থী নামেনি।

শনিবার দুপুরে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে লক্ষ্য করা গেছে, আন্দোলনকে ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা আর জনভোগান্তি যেন না হয় সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে সিদ্ধিরগঞ্জ অংশে এখন পর্যন্ত শিক্ষার্থী কিংবা জনতাকে বিক্ষোভে নামতে দেখা যায়নি। আঞ্চলিক কিংবা দূরপাল্লার গাড়ির সংকট থাকা মহাসড়কে অটোরিকশাকে যানবাহনের জন্যে বেছে নিয়েছেন বাসা থেকে বের হওয়া মানুষেরা।

কয়েকজন যাত্রীর অভিযোগ, জরুরি প্রয়োজনে বের হয়ে গাড়ি না পাওয়ায় অটোরিকশাকে বেছে নিয়েছেন তারা। তবে রিকশাচালকরা গাড়ি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

সড়কে থাকা কোমল মিনিবাসের এক চালক বলেন, আজ গাড়ির সংখ্যা কম থাকায় বের হয়েছে সে। তবে সড়কে যাত্রী নেই তেমন।

কয়েকজন অটোরিকশাচালকের সঙ্গে কথা বললে তারা বলে, কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত এখন পর্যন্ত যথেষ্ট যাত্রী রয়েছে। তেমন ঝামেলা তাদের চোখে পড়েনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, আমরা মহাসড়কে অবস্থান করছি। সবকিছু স্বাভাবিক রয়েছে। মানুষজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে।

(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য রিমান্ডে

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ দুজন নিহত

মেঘনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে খুন, প্রতিপক্ষের আহতকে হাসপাতালে পিটিয়ে হত্যা

ইন্টারনেট বন্ধে ক্ষতি, শেখ হাসিনাসহ ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুর-লাকসাম রেলপথ পরিদর্শন করলেন বিভাগীয় কর্মকর্তারা

খুলনা মেডিকেল কলেজের ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

চাঁদাবাজি-দখলদারি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান: সমন্বয়ক নুসরাত

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপারের যোগদান

এই বিভাগের সব খবর

শিরোনাম :