শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন কম

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৩:৫১| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৪:২৪
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে যানচলাচল ও যাত্রী সংখ্যা কম রয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ অংশে কোনো শিক্ষার্থী নামেনি।

শনিবার দুপুরে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে লক্ষ্য করা গেছে, আন্দোলনকে ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা আর জনভোগান্তি যেন না হয় সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে সিদ্ধিরগঞ্জ অংশে এখন পর্যন্ত শিক্ষার্থী কিংবা জনতাকে বিক্ষোভে নামতে দেখা যায়নি। আঞ্চলিক কিংবা দূরপাল্লার গাড়ির সংকট থাকা মহাসড়কে অটোরিকশাকে যানবাহনের জন্যে বেছে নিয়েছেন বাসা থেকে বের হওয়া মানুষেরা।

কয়েকজন যাত্রীর অভিযোগ, জরুরি প্রয়োজনে বের হয়ে গাড়ি না পাওয়ায় অটোরিকশাকে বেছে নিয়েছেন তারা। তবে রিকশাচালকরা গাড়ি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

সড়কে থাকা কোমল মিনিবাসের এক চালক বলেন, আজ গাড়ির সংখ্যা কম থাকায় বের হয়েছে সে। তবে সড়কে যাত্রী নেই তেমন।

কয়েকজন অটোরিকশাচালকের সঙ্গে কথা বললে তারা বলে, কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত এখন পর্যন্ত যথেষ্ট যাত্রী রয়েছে। তেমন ঝামেলা তাদের চোখে পড়েনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, আমরা মহাসড়কে অবস্থান করছি। সবকিছু স্বাভাবিক রয়েছে। মানুষজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে।

(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভারতের নতুন মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন হিরো আলম
হজযাত্রীদের সুরক্ষায় সৌদি আরবের নতুন পদক্ষেপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা