দিনাজপুরে বৃষ্টির মধ্যেই গণবিক্ষোভ
নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে বৃষ্টি আর আইন-শৃঙ্খলার বাহিনীর কঠোর প্রহরা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলবনের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকেরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকেরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহর অভিমুখে রওনা দেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর সতর্কতা অবলম্বন করতে দেখা যায়।
মিছিলটি কালীতলায় এলে অনেকে সেখানে রাস্তায় বসে পড়ে অবস্থান নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ করে।
(ঢাকাটাইমস/৩আগস্ট/মোআ)