ধামরাইয়ে বিক্ষোভ মিছিল শুরু, স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা-আরিচা মহাসড়ক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৮:০৪
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে আশপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্বিবদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এসময় ছাত্রদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে ঢাকা-আরিচা মহাসড়ক। তবে এসময় পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও কোনো প্রকার বাধা দেয়নি বৈষম্যবিরোধী ছাত্রদের।

শনিবার বেলা ১১টার দিকে ধামরাই পৌরসভার ইসলামপুর থেকে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের অংশগ্রহণ করতে দেখা গেছে।

‘সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা’ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করছেন।

‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’- সহ সরকারবিরোধী নানা স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তাদের ৯ দফা মেনে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নামবে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তি বলেন, আজকে আমাদের সঙ্গে ধামরাই অঞ্চলের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং পেশাজীবী মানুষ একত্রিত হয়েছেন। গতকালকেও সারাদেশে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আন্দোলন করার চেষ্টা করেছেন। সেখানে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগসহ আমাদের উপর হামলা করেছে, গুলি চালিয়েছে। আমরা ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সাধারণ মানুষ আর ৯ দফায় থাকতে চায় না। শিক্ষার্থীদের সাথে শিক্ষক, সাধারণ মানুষ, বুদ্ধিজীবীরা এখন যুক্ত হয়েছেন। অতএব এই আন্দোলন আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে, আরও প্রকট আকার ধারণ করবে।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রেনে কাটা পড়ে দক্ষিণখান থানার এসআইয়ের মৃত্যু
গরমে আমের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারে বিষক্রিয়া
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভারতের নতুন মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা