বরিশালে আন্দোলনকারী ও আ. লীগের সংঘর্ষে একজন নিহত
বরিশালে আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগ নেতা টুটুল চৌধুরী। এসময় দুই গ্রুপের অন্তত অর্ধশত আহত হয়েছেন। এদের মধ্যে ২০-২৫ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার দুপুরে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের মধ্যে টুটুল আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে তাকে ধরে কুপিয়ে ও পিটিয়ে জখম করে আন্দোলনকারীরা। পরে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিক্ষুব্ধরা পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং দুদক অফিসসহ এক আওয়ামী লীগ নেতার বাসায় ভাঙচুর চালায়। প্রতিমন্ত্রীর বাসার সামনে রাখা অর্ধশত মোটরসাইকেলে আগুন দেয় বিক্ষুব্ধরা। এসময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় শটগান থেকে গুলি ছোড়ে পুলিশ। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র হাতে নিয়ে মহড়া দিয়ে সদর রোডের বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এসব ঘটনার প্রভাবে নগরীর প্রধান সড়কগুলো জনশূন্য হয়ে যায়। দোকান, অফিসসহ জরুরি দপ্তরগুলোর দরজা বন্ধ করে কর্মরতদের ভেতরে অবস্থান করতে দেখা গেছে।
এ বিষয় জানতে গণমাধ্যমকর্মীরা পুলিশের একাধিক কর্মকর্তাকে মোবাইল ফোনে কল দিলে তাদের পাওয়া যায়নি। এরপর দুপুর আড়াইটার দিকে কিছুক্ষণ পরপর মোবাইলের নেটওয়ার্কের চলে যাওয়ায় নগরবাসীসহ সংবাদকর্মীরা চরম দুর্ভোগে পড়েন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষে এক আওয়াম লীগ নেতা মারা গেছেন। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এ বিষয়ে পরে বিস্তারিত বলবেন বলে জানান তিনি।
(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)