ফেনীতে আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগ-ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, নিহত ৫ 

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৭:২৩

ফেনীতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সাংবাদিকসহ আহত হয়েছেন আরও শতাধিক। রবিবার দুপুরে শহরের মহিপালে দফায় দফায় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফেনী সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ (২০), সদর উপজেলার ফাজিলপুর কলাতলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ছাইদুল ইসলাম (২১) এবং পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. আসিফ ইকবাল।

(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :