দেশি-বিদেশি কোটি কোটি টাকায় ভরা আমুর বাড়ি যেন রীতিমতো ব্যাংক
শুনলে অবাক লাগলেও আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমুর বাড়ি যেন রীতিমতো একটি ব্যাংক। এক-দুই টাকা নয়, পাঁচ কোটি দেশি টাকা ও আরও অনেক বিদেশি মুদ্রা মিলল আমুর ঝালকাঠির বাড়িতে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার ঝালকাঠি শহরের রোনালস রোডের আমুর বাসভবন থেকে লাগেজভর্তি এই বিপুল অর্থ উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।
এর আগে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর সোমবার বিকেলে বিক্ষুব্ধ জনতা আমুর ঝালকাঠির বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
ফায়ার সার্ভিসের কয়েক দফায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাত ১২টার দিকে ওই ভবনের তৃতীয় তলায় আবার আগুন দেখতে পেলে স্থানীয়রা ফের ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডেল বেরিয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি এবং অপর লাগেজগুলো থেকে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধার করেছে। এছাড়া বিপুল পরিমাণের মার্কিন ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রাও পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
প্রসঙ্গত, আওয়ামী লীগের একজন বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু। তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র। আওয়ামী লীগ সরকারের বিগত মেয়াদে তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
(ঢাকাটাইমস/০৬আগস্ট/এমআর)