নাসিরের পর নিষিদ্ধ তার দলের ব্যাটিং কোচ ও দুই মালিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ১৮:৪৭
অ- অ+

২০২১ সালে আরব আমিরাতের টি-১০ লিগে ঘুস হিসেবে উপঢৌকন গ্রহণের প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে সেটি প্রকাশ করেননি তিনি। যে কারণে তাকে ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। এবার দলটির ব্যাটিং কোচ আশার জাইদিরও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে।

জাইদি ছাড়াও দলটির দুই সহ-মালিক পারাগ সাঙ্ঘাভি ও কৃষান কুমার চৌধুরির বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। জাইদিকে ৫ বছর ও অন্য দুজনকে ২ বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

তিনজনের ক্ষেত্রেই নিষেধাজ্ঞার শেষ বছরটি স্থগিত থাকবে। অর্থাৎ জাইদি চার বছর এবং পারাগ ও কৃষান এক বছর পর থেকেই ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন।

২০২১ সালের আবু ধাবি টি-টেন লিগের ম্যাচে আইসিসির নিয়ম ভেঙেছেন এই তিনজন। বেটিং করার পাশাপাশি ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা লুকিয়েছেন তারা।

গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তাদের শাস্তির মেয়াদ৷ এই তিনজনসহ টি-টেন লিগে দুর্নীতির জন্য শাস্তি পেলেন মোট ৮ জন। আগের পাঁচজনের মধ্যে অন্যতম বাংলাদেশের অলরাউন্ডার ও পুনে ডেভিলস অধিনায়ক নাসির হোসেন। ২০২৫ সালের ৭ এপ্রিল শেষ হবে তার দুই বছরের নিষেধাজ্ঞা।

(ঢাকাটাইমস/০৭ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
দেশের মানুষ নির্বাচন চায় না এটা ড. ইউনুসের অভিমত, সাধারণ মানুষের নয়: আমিনুল হক
সামরিক অভিযানের ‘সবুজ সংকেত’ দিলেন মোদি
সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা