আখাউড়ায় কল্লা শহীদ মাজারের ওরশ স্থগিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ১৬:০০
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (র.) মাজার শরিফের সাত দিনব্যাপী বার্ষিক ওরশ স্থগিত করেছে মাজার পরিচালনা কমিটি। শনিবার (১০ আগস্ট) ওরশ শুরু হওয়ার কথা ছিল।

শুক্রবার সকালে মাজার শরিফ হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওরশ স্থগিতের বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু লিখিত বক্তব্য পাঠ করেন।

মাজার সম্পাদক বলেন, ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত কল্লা শহীদ (র.) মাজার শরিফের বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মাজার কমিটির এক সভায় এ বছর ওরশ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

সভার সভাপতি জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান এ সময়ে ভক্ত-আশেকানকে মাজার শরিফে না আসার জন্য অনুরোধ জানান।

এদিকে, মাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী ওরশ স্থগিতের বিষয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করেন। গণবিজ্ঞপ্তিতে ওরশ স্থগিত করায় ভ দের ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত খড়মপুর মাজারে না আসার জন্য অনুরোধ করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ খাদেম, এম এন এইচ দুলাল খাদেম, রুস্তম কামরান খাদেম, মোজাম্মেল হক খাদেম, মো. সাইফুল ইসলাম খাদেম রোজভেল্ট, মো. সুহেল খান খাদেম, মো. সোহাগ খান খাদেম, মো. শাকির উদ্দিন খাদেম প্রমুখ।

আখাউড়া পৌরশহরের খড়মপুরস্থ হজরত শাহ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ শাহপীর কল্লা শহীদ (র.) মাজার শরিফের ব্যাপক পরিচিত রয়েছে দেশে। প্রতি বছর ওরশ উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখো ভক্ত-আশেকানের সমাগ, হয় মাজারে। জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও ওরশের পঞ্চম দিনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়ে থাকে। ওরশকে কেন্দ্র করে মাজার সংলগ্ন মাঠে বসে মেলা।

(ঢাকাটাইমস/৯আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা