রাহুলের ছবি বিকৃতি, কঙ্গনার বিরুদ্ধে ৪০ কোটির মামলা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৪, ১৬:৫৩
অ- অ+

ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা এবং লোকসভার সংসদ সদস্য রাহুল গান্ধীর ছবি বিকৃতি করার অভিযোগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে ৪০ কোটি রুপির মানহানি মামলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, মামলাটি করেছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্রা। তার দাবি, একজন সংসদ সদস্য হয়েও অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন।

নরেন্দ্র মিশ্রা বলেন, কঙ্গনার এই কাজ গান্ধী পরিবারের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করা। তিনি জানান, এরইমধ্যে কঙ্গনাকে নোটিশ পাঠানো হয়েছে।

সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উপহাস করতে গিয়ে তার বিকৃত ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন কঙ্গনা। ছবিতে দেখা যায়, রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলক, গলায় খ্রিষ্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলছে।

মূলত, এ ছবি নিয়েই বিপাকে পড়েছেন কঙ্গনা। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা