জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে একে একে পদত্যাগ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টোরিয়াল বডি। পদত্যাগের এই মিছিলে যুক্ত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মশিউর রহমান।
রবিবার বিকালে তিনি রাষ্ট্রপতি বরাবর শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার কর্মকর্তা মহিউদ্দিন মাহি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন ভিসি মশিউর।
এ বিষয়ে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি।’
মশিউর রহমান ১৯৭৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মিরহার গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
পরে ২০২১ সালের ৩০ মে পরবর্তী চার বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান মশিউর রহমান। এই পদে নিয়োগের আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এবং উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেন। উপাচার্য থাকাকালীন বিগত সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিভাবক হয়েও শিক্ষার্থীর পাশে দাঁড়াননি। নেননি কোনো ভূমিকা। এ কারণে শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করছিলেন।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এসআইএস)