দাবি পূরণের আশ্বাসে আনসার সদস্যদের আন্দোলন স্থগিত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের কাছ থেকে দাবি পূরণের সর্বোচ্চ আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আনসার সদস্যবৃন্দ।
মঙ্গলবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সাধারণ আনসারদের সমন্বয়কবৃন্দের সঙ্গে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট তাদের দাবির প্রেক্ষিতে চাকরি স্থায়ীকরণের জন্য বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকপত্র হস্তান্তর করেন।
এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট উপস্থাপন করা হলে তিনি দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একই সাথে সকল সদস্যকে ধৈর্য ধারণের আহ্বান জানান। একইসঙ্গে তিনি চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেন। এছাড়া তাদের অন্য দাবিগুলো পূরণের জন্য মহাপরিচালককেও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, সার্বিক স্থায়ীকরণের কার্যক্রমকে বেগবান করার জন্য সমন্বয়কবৃন্দ আনসার ও ভিডিপি সদর দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধনের মাধ্যমে সার্বিক অগ্রগতির তথ্য হালনাগাদ করবেন। সুদীর্ঘ ইতিহাসের ধারক এই বাহিনীর সকল সদস্যকে বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক দায়িত্বশীল আচরণ ও পেশাদারত্বের সঙ্গে কর্তব্য পালনের জন্য নির্দেশনা প্রদান করেছেন আনসার ডিজি।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এলএম/এমআর)

মন্তব্য করুন