মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে: উপদেষ্টা ফারুক-ই-আজম

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৬:০৯ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ১৫:১৩

মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে একটি সুবিধাবাদী গোষ্ঠীকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ইমেজ সংকটে পড়েছে। সে কারণে সত্যিকারের মুক্তিযোদ্ধা এবং তাদের ত্যাগকে মূল্যায়ন করতে হলে মুক্তিযোদ্ধা তালিকায় সংস্কার প্রয়োজন।

বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এর আগে জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

উপদেষ্টা ফারুক-ই আজম সাংবাদিকের বলেন, 'একটা সুবিধাভোগী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মন্ত্রণালয় পুনর্গঠনের জন্য আমরা বসব। সবাই বসে পরিকল্পনা করে এটা করতে হবে। বিগত কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। আমরা এটাকে দেখব বিভিন্ন পর্যায় থেকে।'

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা আরও বলেন, সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছেন, তাদের মতামত নিয়ে সামনের দিনে আমরা এগিয়ে যাব।

ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে তিনি বলেন, 'আমরা এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করব। মন্ত্রণালয়ের সবার সাথে বসে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব, কী কী করতে হবে। অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে, আপনারা সব জানতে পারবেন। যা কিছু আমরা পরিকল্পনা এবং বাস্তবায়ন করব সবার সামনেই হবে। তবে সংস্কার হবে এবং ড্রাস্টিক (কঠোর) সংস্কার হবে।'

ফারুক-ই আজম আরও বলেন, 'আমরা তো নানা বিষয়েই অনেক ফ্যান্টাসি গল্প তৈরি করেছি। আড়াল থেকে সামনে এনে সত্যিটা আমরা সবার সামনে উপস্থাপন করব। আশা করি, তাতেই আজকে যে এখানে শহীদদের স্মরণে পুষ্পমাল্য দিলাম, তাদের আত্মা শান্তি পাবে।'

এ সময় তার সঙ্গে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৪আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ঊর্ধ্বতন কারো বেআইনি আদেশ মানা যাবে না, র‌্যাবকে স্বরাষ্ট্র উপদেষ্টা

১ অক্টোবর থেকে শাহজালালের এক কিলোমিটার ‘নীরব এলাকা’

শেখ হাসিনার আমলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে: ড. ইউনূস

সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থার নির্দেশ

আমরা যুদ্ধ বাঁধাব না, তবে সীমান্ত হত্যায় প্রতিবাদের ভাষা শক্ত করেছি: পররাষ্ট্র উপদেষ্টা

ছেলে হত্যার বিচার চান শহীদ সোহানের বাবা-মা

জামিনে থাকা জঙ্গি ও অন্যান্যদের ওপর কঠোর নজরদারি করছে পুলিশ: আইজিপি

যৌথ অভিযানে সাত দিনে ১১১ অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫১

জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে না দিতে রাষ্ট্রপতিকে চিঠি

বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা-ওয়াশিংটন বৈঠক আগামী সপ্তাহে  

এই বিভাগের সব খবর

শিরোনাম :