সা‌বেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রসহ আ.লীগের ৮০০ নেতাকর্মীর বিরু‌দ্ধে মামলা

খাগড়াছ‌ড়ি প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৪:৩২| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৬:১৩
অ- অ+

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা অগ্নিসংযোগের ঘটনায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে আট শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও তিন শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফখরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গত আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের টানা প্রায় ঘণ্টা সংঘর্ষ হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করতে থাকে এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয়।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা