ঢাকা কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৪, ১৬:৩৯| আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৭:২৪
অ- অ+

রাজধানীর ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়েছে শিক্ষার্থী ও কলেজ প্রশাসন। অভিযানে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে পাওয়া গেছে রামদা, হকিস্টিক, স্ট্যাম্প, লাঠি, পাইপ, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এছাড়াও উদ্ধার করা হয়েছে হেলমেট ও মদের বোতল।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা কলেজের সাতটি হলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলছেন, এসব সরঞ্জাম দিয়ে ক্যাম্পাসের পাশাপাশি আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কয়েম করতেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, কলেজের আবাসিক এলাকার উত্তর, আন্তর্জাতিক এবং শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এতে অংশ নেন কলেজের শিক্ষক, ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এবং শিক্ষার্থীরা। উদ্ধার করা হয় দুই শতাধিক রড, স্টিলের পাইপ, ৪০টির অধিক রামদা, ছুরি, চাপাতি। রয়েছে একটি বড় হ্যামার এবং ৩০টি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক মুঈনুল ইসলাম বলেন, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাদের কক্ষে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রের সন্ধান পেয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনও উদ্বিগ্ন। সেজন্য আজ সাধারণ শিক্ষার্থী এবং মিডিয়ার উপস্থিতিতে অভিযান চালানো হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, উদ্ধার হওয়া এসব অস্ত্র নিউমার্কেট থানায় জমা দেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় নিহত ২ শতাধিক সাংবাদিক, জাতিসংঘের সতর্কতা
শাপলা চত্বরে ‘গণহত্যা’র জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলার দাবি মাহমুদুর রহমানের
দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী মারা গেছেন
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা