গুম-খুন ও দুর্নীতিবাজদের বিচার না হলে শহীদের আত্মা কষ্ট পাবে: পলাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, ২২:১৬
অ- অ+

জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেছেন, হাজারও ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ বাকশালি শাসনমুক্ত হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন এসময় ছাত্র-জনতার আন্দোলনে রূপ নিয়েছিলো। তাই স্বৈরশাসকগোষ্ঠী পালাতে বাধ্য হয়েছে। ছাত্রজনতার আন্দোলন কখনও বৃথা যায় না। আজ যদি গুম-খুন ও দূর্নীতিবাজদের বিচার না হয়, তাহলে যারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে না।

রবিবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাধানগর সাদ্দাম বাজার মাঠ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মেহেদী হাসান পলাশ মুক্তিযুদ্ধের ক্রেস্ট ও সার্টিফিকেট জালিয়াতির মূল হোতা ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলামের বিচার দাবি করে বলেন, এই দূর্নীতিবাজ অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধাকে সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা বানিয়েছে। বিএনপি করার অপরাধে সত্যিকারের মুক্তিযোদ্ধারাও সার্টিফিকেট পাননি। তিনি এসব করে শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এই বাঞ্ছারামপুরে তার নির্দেশে পুলিশ ছাত্রদল নেতা নয়নকে হত্যা করেছেন।

পলাশ বলেন, ক্যাপ্টেন তাজের প্রধান দোসর তার ভাগিনা কাজী জাদেব আল জনি ওরফে জনি চেয়ারম্যান পুরো বাঞ্ছারামপুরকে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিনত করেছে। শতশত বাড়িঘর লুট করেছে। বিরোধীমতের নেতাকর্মীদের ওপর চালিয়েছে অমানুষিক নির্যাতন। তার চাঁদাবাজি থেকে রেহাই পায়নি হকারও। অবিলম্বে এই সন্ত্রাসী এবং চাঁদাবাজের বিচার দাবি করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে ফেলেছে। প্রতিটি প্রতিষ্ঠানে তাদের দোসররা আজও বহাল তবিয়তে আছেন। তাদেরক অতিদ্রুত বিতাড়িত না করতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যাবে। এই প্রেতাত্মারা এদেশকে সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে অন্তরায়।

উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ মেম্বারের সভাপতিত্বে মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, উপজেলা বিএনপির সদস্য আবুল আইয়ুম, হানিফ মিয়া মাজি, আব্দুল খালেক, স্বপন শিকদার, হারুনুর রশিদ আকাশ, আব্দুল করিম চেয়ারম্যান, বিল্লাল হোসেন, আনোয়ার হোসেন, মোঃ সোহেল রানা, মোবারক হোসেন মেম্বার, চাঁদনীয়া মেম্বার, ফাইজুর মেম্বার, নাসির উদ্দিন, মজিবুর রহমানসহ উপজেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা ১৩টি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/১৮আগস্ট/জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা 
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
সাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা