দ্বিতীয় দিনে ঢাবির টিএসসিতে সংগ্রহ ১ কোটি ২৬ লক্ষ টাকা

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৪, ২৩:১৭| আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ২৩:১৯
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে দ্বিতীয় দিনে অনলাইন-অফলাইন মিলিযে সর্বমোট ১ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ১৭২ টাকার তহবিল উঠেছে।

শুক্রবার কর্মসূচি শেষে বিষয়টি নিশ্চিত করেছের প্লাটফর্মটির অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার অনলাইন-অফলাইনে পাওয়া তহবিলের পরিমাণ ছিলো ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা।

তহবিল সংগ্রহ ছাড়াও ব্যাপক পরিমাণে ত্রাণ সামগ্রী এসেছে টিএসসিতে। বিভিন্ন জায়গা থেকে মানুষ টিএসসিতে এসে এসব ত্রাণ সামগ্রী দিয়েছেন। শুকনা খাবারসহ বিভিন্ন জরুরি সামগ্রী সংগ্রহ করে টিএসসির অভ্যন্তরে মজুদ করা হয়েছে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যার্তদের জন্য এসব সামগ্রী ও তহবিল সংগ্রহ করছেন শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এসকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হবে, প্রবেশ করা যাবে না বাসায়, থাকছে যেসব নিষেধাজ্ঞা
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা