দুদিন পর চালু হলো ঢাকা-সিলেট রেল যোগাযোগ

দেশের পূর্বাঞ্চলে চলমান আকস্মিক বন্যার কারণে তলিয়ে যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল। ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তবে সিলেট অঞ্চলে পরিস্থিতি কিছু উন্নতি হওয়ায় দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-সিলেট রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল।
শনিবার সকাল থেকে এ রুটে সচল হয়েছে ট্রেন চলাচল। এদিন ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস নিয়মিত শিডিউল অনুযায়ী রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে বলেন, গত পরশু থেকে বন্যার পানির চাপে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয় যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ সকালে ওই রুটে শিডিউল অনুযায়ী ট্রেন চালু হয়েছে। সকালে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে গেছে।
শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাতে বিষয়টি জানিয়েছিলেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন। তিনি উল্লেখ করেন, ‘২৪ আগস্ট থেকে ঢাকা সিলেট রুটে পুনরায় ট্রেন পরিচালনা শুরু হবে। এদিন জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭), কালনী এক্সপ্রেস (৭৭৩), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) এবং ১০ নং সুরমা মেইল পরিচালনা করা হবে।’
বন্যার কারণে গত বৃহস্পতিবার সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ রেলওয়ের শায়েস্তাগঞ্জের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় এই ঘোষণা দেওয়া হয়। হবিগঞ্জে রেল সেতু ডুবে যাওয়ার আশঙ্কা থাকায় এই পথে রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছিল। তাতে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী ছয়টি ট্রেনই বন্ধ হয়েছিল।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/জেআর/এসআইএস)

মন্তব্য করুন