কোটা আন্দোলনে হামলাকারীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর হাতে সোপর্দ

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৪, ২২:২৮
অ- অ+

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে (১৬ জুলাই) সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে সাকিব আহমেদ নামে এক শিক্ষার্থীকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাকে আটক করে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাকিব সকলের অগোচরে পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসে। তার ক্যাম্পাসে প্রবেশের খবরে আশেপাশে থেকে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং ল্যাবের সামনে জড়ো হতে থাকে । জড়ো হওয়া শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মী সাকিবকে ডিপার্টমেন্টের ল্যাবে অবরুদ্ধ করে রাখে এবং সেনাবাহিনীকে কল দিয়ে বিষয়টি জানায়।

এরই এক পর্যায়ে তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে নিয়ে যাওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা আসলে তাকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। এসময় সাকিব সাধারণ শিক্ষার্থীদের কাছে হামলার বিষয়ে ক্ষমা চায় এবং সে ভবিষ্যতে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না বলে ঘোষণা দেয়।

সবশেষে, সেনাবাহিনীর দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শামীম, দিনাজপুর সদরের এসিল্যান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা