আন্দোলনের সময় মীরপুরে গুলিবিদ্ধ রাফি-মমিনের সফল অস্ত্রোপচার সিএমএইচে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৪, ১৭:০৫| আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৭:১০
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দুজন ছাত্র রাফি হোসেন ও মমিন হোসেনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তারা সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) চিকিৎসাধীন। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্ততে বলা হয়, ঢাকা সিএমএইচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে গুলিবিদ্ধ মো. রাফি হোসেনের (১৪) সফল অস্ত্রোপচার করা হয়। তিনি গত ১৯ জুলাই ডান কাঁধে গুলিবিদ্ধ হন এবং তার ডান কাঁধের হাড় ও ধমনী ক্ষতিগ্রস্ত হয়। এই প্রেক্ষিতে তাকে জরুরি ভিত্তিতে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে অপারেশন করা হয়। পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিলে হৃদরোগ ইনস্টিটিউট ও ঢাকা সিএমএইচের চিকিৎসকগণের আলোচনার ভিত্তিতে তাকে রবিবার দিবাগত রাতে ঢাকা সিএমএইচে আনা হয় এবং দ্রুততার সঙ্গে দীর্ঘ ছয় ঘণ্টা সময় ধরে সিএমএইচের ভাস্কুলার টিম কর্তৃক সফলভাবে কৃত্রিম রক্তনালী সংযোজনের মাধ্যমে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে রাফি আশঙ্কা মুক্ত।

এছাড়া আরেকজন মিরপুর কলেজের ছাত্র মো. মমিন হোসেন গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হয় এবং গুলিটি তার মেরুদণ্ডের পেছনে আটকে যায়। পরবর্তীতে ২০ আগস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় এবং ল্যাপারস্কপির মাধ্যমে ২৫ আগস্ট অপারেশন করে গুলি বের করা হয়। বর্তমানে মমিন ভালো আছেন।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা