ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির (এফইআইএলসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম।
রবিবার (২৫ আগস্ট) নতুন এ পর্ষদ গঠন করা হয়েছে।
এফইআইএলসি সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পরিবর্তিত প্রেক্ষাপটে বীমা কোম্পানিটি থেকে ১৬ বছর আগে বিতাড়িত মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা সম্মিলিতভাবে আন্দোলন শুরু করেন। তারই ফলশ্রুতিতে রবিবারের বোর্ড সভায় নতুন এ পর্ষদ গঠন করা হয়।
এর আগে ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকারি দলের আশীর্বাদপুষ্ট ব্যক্তিরা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দখল নেন। তারা ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার নিকটাত্মীয় শেখ কবির হোসেনের পরোক্ষ মদদে ২০০৯ সালের শুরুতে বীমা কোম্পানিটির তোপখানা রোডের প্রধান কার্যালয়ের দখল নেন। এরপর এক এক করে প্রথমে পর্ষদ চেয়ারম্যান ড. মোকাদ্দেছ হোসেন, পরিচালক নাজনীন হোসেন, হেলাল মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী ও ফরিদা ইয়াসমিন, শামসুল হক, হোসনে জাহান ও স্পন্সর পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলামকে পর্ষদ থেকে বাদ দেন।
পরবর্তী সময়ে কোম্পানিটির ৪ হাজার কোটি টাকা আত্মসাৎ করেন দখলদাররা। এ ছাড়া তিন লাখ গ্রাহকের বীমা স্কিম মেয়াদপূর্তি হলেও পরিশোধ করেননি। এতদিন ভয়ে কেউ এ ব্যাপারে মুখ খোলেননি।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে ভুক্তভোগীরা তাদের দাবি-দাওয়া নিয়ে পথে নামেন।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/পিএস)

মন্তব্য করুন