শিক্ষকদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

রাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৪, ২০:৫৪
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন সময়ে ছাত্রীদের সাথে ঘটে যাওয়া যৌন নির্যাতনের প্রতিবাদ জানিয়ে যৌন নিপীড়ক শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদ।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে জোহা চত্বরের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।

এসময় যৌন নিপীড়ক শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেশকাত মিশু বলেন, 'শিক্ষকরূপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের বাবার মত এবং যারা জাতির বিবেক তারা যদি তাদের কন্যার বয়সী আমাদের বোনদের সাথে এমন যৌন নির্যাতন করে তাহলে রাবি একটা সভ্য বিশ্ববিদ্যালয় হিসেবে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। যেসব শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের প্রত্যেকের পেছনে দলীয় সিন্ডিকেট এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গায় একেকটা ক্ষমতার চেয়ার রয়েছে। যার কারণে শিক্ষার্থীদের সাথে এভাবে বারবার যৌন নীপিড়ন করেও তারা রেহাই পেয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, 'আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই তিপ্পান্ন বছর ধরে চলা শিক্ষকদের এই লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষকদের প্রধান কাজ হবে শিক্ষকতা, গবেষণা এবং অ্যাকাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়া। '

জানতে চাইলে রাবি সমন্বয়কদের পৃষ্ঠপোষক ও মানবাধিকার কর্মী রাশেদ রাজন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ক ও তাদের সমর্থকদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের আজকের এ বিক্ষোভ কর্মসূচি। ছাত্র সমাজ যদি স্বৈরাচার সরকারের পতন ঘটাতে পারে, তাহলে যৌন নিপীড়ক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের কতটুকু সময় লাগবে? যদি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকে তাহলে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব।’

এসময় বিভিন্ন বিভাগের ছাত্রীরা সহ বিক্ষোভ মিছিলে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা