বোরহানউদ্দিনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০ তম জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভা শেষে বন্যা দুর্গতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সোমবার বেলা ১২টায় উপজেলার কেন্দ্রীয় মন্দির থেকে র্যালিটি বের হয়। পরে পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক লিটন চন্দ্র রক্ষিতের সভাপতিত্বে শ্রী কৃষ্ণের জীবনী নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
এ সময় জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক রতন দেবনাথ, সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যাপক প্রকাশ চন্দ্র দাস, যুগান্তর প্রতিনিধি নীল রতন ও রঘুনাথ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, পৌর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান লিটন, সহ সভাপতি বশির আহমেদ, সহ সভাপতি আলী আকবর পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান হাওলাদার, সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর মাতাব্বর, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসরাফ আলী সবুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দানিশ চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিমসহ অনেকে উপস্থিত ছিলেন ।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/পিএস)

মন্তব্য করুন