গ্যাস সিলিন্ডারে করে ফেনসিডিল পাচারকালে র্যাবের হাতে আটক ২

গ্যাস সিলিন্ডারে করে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব-১ এর একটি দল।
আটককৃতরা হলেন- মো. বাবলু প্রামাণিক (৪২) এবং মো. শহিদ (২৩)। তাদের কাছ থেকে ৩৩৬ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি বাবলু প্রামাণিক ও শহিদকে আটক করা হয়। তারা গ্যাস সিলিন্ডারে করে ফেনসিডিল পাচার করছিল।
তিনি জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে চোরাই পথে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরসহ আশেপাশের বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে বিক্রয় করছিল।
র্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান জানিয়েছেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএম/এজে)

মন্তব্য করুন