গ্যাস সিলিন্ডারে করে ফেনসিডিল পাচারকালে র‌্যাবের হাতে আটক ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ১৪:৫৬
অ- অ+

গ্যাস সিলিন্ডারে করে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব-১ এর একটি দল।

আটককৃতরা হলেন- মো. বাবলু প্রামাণিক (৪২) এবং মো. শহিদ (২৩)। তাদের কাছ থেকে ৩৩৬ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি বাবলু প্রামাণিক ও শহিদকে আটক করা হয়। তারা গ্যাস সিলিন্ডারে করে ফেনসিডিল পাচার করছিল।

তিনি জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে চোরাই পথে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরসহ আশেপাশের বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে বিক্রয় করছিল।

র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান জানিয়েছেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা