ডিএমপির এডিসি-এসি পদমর্যাদার ৫১ কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমযাদার ৫১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
একই প্রজ্ঞাপনে নারায়নগঞ্জ সি-সার্কেলের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে এপিবিএনে বদলি করা হয়েছে।
এদিকে পৃথক আদেশে এদিন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৭ পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া ঢাকাসহ দেশের ২৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
ঢাকাসহ দেশের ২৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বিস্তারিত দেখুন এখানে।
(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএম/এসআইএস)

মন্তব্য করুন