এক দশকে পাঁচ হাজার কোটি টাকা লুট, পাঠ্যপুস্তক বোর্ড ঘেরাও প্রেস মালিকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ২০:১৮| আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২০:২১
অ- অ+

পাঁচ হাজার কোটি টাকার লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে পাঠ্যপুস্তক বোর্ড অফিস ঘেরাও করেছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সদস্য প্রেস মালিকরা।

গত দশ বছরে পাঠ্যপুস্তক বোর্ড অফিসের অনিয়ম দুর্নীতির প্রধান হোতা সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারী জাহাঙ্গীর আলম (পানি জাহাঙ্গির), সাবেক শিক্ষা মন্ত্রী দিপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা, বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন, বর্তমান সচিব নাজমা বেগম, সদস্য মো. সাইদুর রহমান এবং প্রেস মলিক সমিতির চেয়ারম্যান রাব্বানী জব্বারসহ দুর্নীতিবাজ পাঁচজন প্রেস মালিকের তালিকা প্রকাশ করেন।

পরে তারা জাতীয় পাঠ্যপুস্তব বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেন। একইসঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্তদের বিচার দাবি করেন।

মঙ্গলবার মতিঝিল বোর্ড অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী মুদ্রন ব্যবসায়ী ব্যানারে প্রেস মালিকদের সমাবেশে বক্তৃতা করেন মুদ্রন শিল্প সমিতির সাবেক চেয়ারম্যান তোফায়েল খান ও আহ্বায়ক ডা. মো. দিদারুল আলম প্রমুখ।

স্মারকলিপিতে তারা দুর্নীতির সঙ্গে জড়িত সিন্ডিকেটে জড়িতদের বিচার দাবি করেন এবং প্রতিবেশী দেশের প্রেস মালিকদের কাছে পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ প্রদানের ষড়যন্ত্র বাতিল করে স্বতন্ত্র প্যাকেজে শীট মেশিনে বই ছাপার দাবি জানান।

তারা বলেন, গত দশ বছরে সংঘবদ্ধ একটি চক্র পাঠ্যপুস্তক মুদ্রনের নামে পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছে। লুটপাটে জড়িতদের অনেকেই বিদেশে বাড়ি করে টাকা পাচার করেছে।

প্রেস মালিকরা আরও বলেন, গত ১০ বছরে বোর্ড অফিস প্রায় ১২ হাজার কোটি টাকার মুদ্রণ কাজ করেছে। প্রতিবারই সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে অনিয়ম করেছে। তাছাড়া দরপত্রে উল্লেখিত গুনগত মানের কাগজ না দিয়ে নিম্নমানের কাগজ দিয়ে এবং বাঁধাই ও মুদ্রণের মান নিয়ন্ত্রণ না করে দশ বছরে পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছে।

চক্রটির সঙ্গে উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও উৎপাদক নিয়ন্ত্রক, বিতরণ নিয়ন্ত্রক, মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জড়িত। মান নিয়ন্ত্রকের কাজ দেওয়া হয় গোপালগঞ্জের শেখ ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানকে।

শেখ বেলাল হোসেন ও শেখ বিপ্লব হোসেন দুই ভাই ও অগ্রণী প্রিন্টার্সের রুবেল, ব্রাইট প্রিন্টার্সের এস এম মোর্শেদ, কালার প্রিন্টার্সের সিরাজ উদ্দিন, ডিজিটাল প্রিন্টার্সের ওসমান গনি প্রমুখ প্রেস মালিকগন সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে বোর্ড অফিসে রাম রাজত্ব কায়ে করে বলেও অভিযোগ করেন তারা।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা