বন্যার্তদের পুনর্বাসন সহায়তায় রাবিতে 'শুদ্ধ সত্তা ফান্ড রেইজিং' কনসার্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'শুদ্ধ সত্তা ফান্ড রেইজিং কনসার্ট'। কনসার্টির উদ্দেশ্যে বন্যা কবলিত মানুষদের সাহায্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও সংহতি বৃদ্ধি করা।
শুক্রবার বিকাল ৪টায় রাবির শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ও স্থানীয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে এই কনসার্টি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এই কনসার্টের মাধ্যমে সংগৃহীত তহবিল বন্যা-প্রবণ এলাকায় সাহায্য প্রদানের জন্য ব্যয় করা হবে। যাতে ক্ষতিগ্রস্ত মানুষরা দ্রুত পুনর্বাসন পেতে পারেন বলে আয়োজকরা জানান।
কনসার্টের আহ্বায়ক খালিদ হাসান মেহেদী বলেন, 'বন্যার্ত মানুষদের সাহায্য করা, শুধুমাত্র নিজ থেকেই না, একটি কালেক্টিভ আইডিন্টিটি থেকে। আমরা চাই ভবিষ্যতে এরকম মানবিক উদ্যোগ আরো উৎসাহিত হোক। আমাদের সত্তা শুদ্ধির প্রচেষ্টার এই জায়গা থেকে আমরা নিজ দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমাদের এই কনসার্ট থেকে আমরা পানিসন্ত্রাসী মোদি সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছি। মোদি সরকারের আগ্রাসী ও বাংলাদেশ বিদ্বেষী কার্যকলাপের বিরুদ্ধে আমরা সমবেতভাবে আমাদের প্রতিবাদ জানাতে চাই।'
তিনি আরো বলেন, 'আমাদের প্রোগ্রামে আমরা যতটুকু আশা করেছিলাম, তার চেয়েও অনেক অনেক বেশি সাহায্য পেয়েছি সংশ্লিষ্ট সকলের কাছ থেকে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা নিজেদের সর্বোচ্চ দিয়ে আমাদের সাথে একাত্বতা প্রকাশ করেছেন।'
সেখানে অফলাইন বুথে, এবং অনলাইন বিকাশ নাম্বারে ডোনেশন চালু থাকবে এবং এই অংশগ্রহণের মাধ্যমে সকলকে একত্রিত হওয়ার ও নিজের কমিউনিটির মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
(ঢাকা টাইমস/৩০আগস্ট/এসএ)

মন্তব্য করুন