শহীদ ছাত্রজনতার স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে: সালাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৪, ১৮:১৫
অ- অ+

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীনতার ৫৩ বছর পরও সে স্বপ্ন পূরণ হয়নি। এবারও যে একই স্বপ্ন নিয়ে হাজারও ছাত্রজনতা জীবন দিয়েছে তা যেন স্বপ্নই না থাকে, বাস্তবে রূপ দিতে হবে।

তিনি বলেন, ছাত্রজনতার স্বপ্ন বাস্তবায়নে জনগণের ভোটাধিকারসহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সত্যিকারের রাজনীতিবিদদের কাছে রাজনীতি ফিরিয়ে দিতে হবে।

শুক্রবার বিকালে ফেনী ছাগলনাইয়া উপজেলার বিভিন্নস্থানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে শ্যামপুর-কদমতলী থানা বিএনপির উদ্যােগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, মানবসৃষ্ট বন্যায় এই জনপদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা এটি প্রত্যাশা করি না। পতিত আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশ বারংবার প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দুইদিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। ঢাকা নেওয়া হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রয়োজনীয় ঔষধ পত্র।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা