জাবিতে উপাচার্য নিয়োগে আওয়ামীপন্থী শিক্ষকদের চক্রান্ত ফাঁস

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৪, ১৬:৫২| আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৭:০০
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষকদের বাঁচাতে উপাচার্য নিয়োগে আওয়ামীপন্থী শিক্ষকরা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ উঠেছে। এ রকমই একটি ঘটনা ফাঁস হয়েছে দুদিন আগে।

এতে ব্যবহার করা হয়েছে শিক্ষা উপদেষ্টার ভাগ্নিকে। তিনি ও তার স্বামী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠনবঙ্গবন্ধু শিক্ষক পরিষদেরসদস্য। তার স্বামী জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নূহু আলম সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) শিক্ষা উপদেষ্টার ভাগ্নী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা নীলার মাধ্যমে উপাচার্য নিয়োগের জন্য চারজন শিক্ষকের জীবনবৃত্তান্ত শিক্ষা উপদেষ্টার কাছে পাঠায় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।

ওই চার শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক খন্দকার মো. আশরাফুল মুনিম, ভূগোল পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, প্রাণরসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শাহাদাত হোসেন এবং ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলী।

তবে শিক্ষা উপদেষ্টার কাছে সুপারিশ করার কথা অস্বীকার করে ইসমত আরা বলেন, ‘শিক্ষা উপদেষ্টা আমার খালু এ কথা সত্য, কিন্তু আমি কোনো ধরনের সুপারিশ করিনি। আমার শিক্ষক জীবনে কোনো ধরনের অনৈতিক কাজ করিনি।’

তবে এর আগে সন্ধ্যায় এক সাংবাদিকদের সঙ্গে ফোনালাপে ইসমত আরা সিভি পাঠানোর কথা স্বীকার করেন বলে নিশ্চিত করেছেন ওই সাংবাদিক।

সন্ধ্যার ফোনালাপের বিষয়ে ইসমত আরা বলেন, ‘শিক্ষা উপদেষ্টা আমার খালু এ কথা আমি স্বীকার করেছি, কিন্তু সিভি পাঠানোর কথা আমি বলিনি।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, ‘অনেকে উপাচার্য হওয়ার জন্য নানাভাবে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন। তাদের স্পষ্ট করে বলি, এসব করে লাভ নেই। ছাত্ররা যাদের চাইবে, তারাই বিশ্ববিদ্যালয় প্রশাসনে আসবেন।’

আহসান লাবিব আরও বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, প্রাণিবিদ্যা বিভাগের একজন শিক্ষক চারজনের সিভি পাঠিয়েছেন শিক্ষা উপদেষ্টার কাছে। এই চারজনকে মনোনীত করার কারণ হলো, প্রশাসনে তাদের এনে জাহাঙ্গীরনগরে ছাত্রলীগ পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা শিক্ষকদের বাঁচানো। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, যদি কেউ হামলায় মদদদাতা শিক্ষকদের বাঁচানোর জন্য কোনোরকম পাঁয়তারা করেন, তাহলে শিক্ষার্থীরা তাদের বর্জন করবে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা