গণত্রাণ সংগ্রহ: দুর্গম এলাকায় ত্রাণ পাঠানো হচ্ছে হেলিকপ্টারে

দেশের বিভিন্ন জেলার বন্যার্ত মানুষদের জন্য রবিবার ১১তম দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যান্য দিনের মতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বুথে চলছে নগদ অর্থসহায়তা ও জরুরি ওষুধ সংগ্রহ।
ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হচ্ছে শারীরিক শিক্ষা কেন্দ্রে। এসব ত্রাণ ও জরুরি ওষুধ পাঠানো হচ্ছে ট্রাকের মাধ্যমে। আর যেসব দুর্গম এলাকায় ট্রাক নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, সেসব এলাকায় স্কয়ার এয়ার লিমিটেড ও সেনাবাহিনীর হেলিকপ্টারের সহায়তায় ত্রাণ পাঠানো হচ্ছে। এসব তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মহিউদ্দিন।
সরেজমিনে দেখা যায়, ‘গণত্রাণ সংগ্রহ’ কার্যক্রমে গণরান্নার উপযোগী পণ্য সংগ্রহকেই প্রাধান্য দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়রা। পাশাপাশি টিএসসিতে চলমান থাকছে নগদ অর্থ সংগ্রহের কার্যক্রমও। দেশের বন্যাদুর্গত প্রত্যন্ত অঞ্চলের জন্য গণরান্না কর্মসূচির ত্রাণ সামগ্রী ট্রাকে তোলা হচ্ছে। এসবের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল আর মসলা ইত্যাদি পণ্য।
দুর্গত এলাকায় স্থানীয় পর্যায়ে গণরান্নার কর্মসূচি জোরদার করতে যাচ্ছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মহিউদ্দিন জানান, শুরুতে টিএসসি থেকে ত্রাণের প্যাকেজগুলো ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে স্কয়ার এয়ার লিমিটেডের হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হয়। প্রতিদিন স্কয়ার এয়ারের একটা থেকে দুইটা হেলিকপ্টার এ কাজে সহায়তা করছে। এখন পর্যন্ত হেলিকপ্টারের মাধ্যমে ১৫টি ট্রিপ দেওয়া হয়েছে। সেসব কাজে তদারকির জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরাও যাচ্ছে।
তিনি জানান, স্কয়ার এয়ার লিমিটেডের হেলিকপ্টার ছাড়াও সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সেগুলোতে আমাদের কোনো স্বেচ্ছাসেবকরা যাচ্ছে। সেনাবাহিনীরা সম্পূর্ণ নিজ দায়িত্বে ত্রাণ বিতরণ করছে।
মহিউদ্দিন বলেন, ‘আমরা চাচ্ছি বন্যাদুর্গত জেলার সবচেয়ে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পাঠানোর মাধ্যমে সুষম বণ্টন করা। যেসব এলাকায় ট্রাক দিয়ে পাঠানো সম্ভব, সেসব এলাকায় ত্রাণ নিয়মিত যাচ্ছে। এতে দুর্গম এলাকাগুলোর অসহায় মানুষেরা বঞ্চিত হচ্ছিল। সেই লক্ষ্যে হেলিকপ্টারের মাধ্যমে তাদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।’
(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এসকে/এসআইএস)

মন্তব্য করুন